দুই সিটি কর্পোরেশন জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব পাচ্ছেন 

প্রকাশিত: 26/11/2020

নিজস্ব প্রতিবেদন:

দুই সিটি কর্পোরেশন জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব পাচ্ছেন 

রাজধানীতে জলাবদ্ধতা নিরসনে ঢাকা ওয়াসা থেকে দুই সিটি কর্পোরেশনকে দায়িত্ব হস্তান্তরের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ঢাকা ওয়াসার আওতাধীন সমস্ত খাল এবং খাল ঢোবা নালা ঢাকার দুই সিটি মেয়রের হাতে থাকবে।

সরকার এজন্য উচ্চ পর্যায়েরএকটি কমিটিও গঠন করেছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রী বলেন, ঢাকা মহানগরকে জলাবদ্ধতা নিরসনে দুই সিটি কর্পোরেশনের হাতে দায়িত্ব দিয়েছি। আমরা আশা করছি  ঢাকার দুই সিটি মেয়র রাজধানীর মানুষকে জলাবদ্ধতা থেকে মুক্ত করতে সক্ষম হবেন। 

কমিটি প্রসঙ্গে মন্ত্রী বলেন, টেকনিক্যাল কমিটি ১ মাসের মধ্যে প্রতিবেদন জমা দেবে এবং প্রতিবেদন পাওয়ার পরে হস্তান্তর প্রক্রিয়া শুরু করা হবে।


 

আরও পড়ুন

×