ঢাকা রিপোটার্স ই্উনিটে ভোটগ্রহণ চলছে

প্রকাশিত: 30/11/2020

নিজস্ব প্রতিবেদন:

ঢাকা রিপোটার্স ই্উনিটে ভোটগ্রহণ চলছে

আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সোমবার সকাল ৯ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এটি বিকেল ৫টা পর্যন্ত চলবে। এই নির্বাচনে ২১টি পদের বিপরীতে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জানা গেছে, ২০২১ সালে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক এবং অর্থ সম্পাদকসহ ১৮টি পদে নির্বাচন হচ্ছে। বাকি তিনটি পদে তিনজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

সভাপতি পদে মুরসালিন নোমানী (বাসস), নজরুল ইসলাম মিঠু (জার্মান নিউজ এজেন্সি) এবং শাহনেওয়াজ দুলাল (লাইট অফ টাইম) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আবু আল মোরছালিন বাবলা (চ্যানেল আই), মশিউর রহমান খান (সমকাল) এবং তোফাজ্জল হোসেন (উন্মুক্ত কাগজ) সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার রিয়াজ উদ্দিন আহমেদ ৮ নভেম্বর ডিআরইউ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন। ঘোষিত তফসিল অনুসারে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে ১২ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় ১৬ নভেম্বর।
 

আরও পড়ুন

×