তিতাস গ্যাস ঠিকাদার মালিক ও প্রতিনিধি কল্যাণ পরিষদ " এর নতুন কমিটির আত্ত্বপ্রকাশ।

তিতাস গ্যাস ঠিকাদার মালিক ও প্রতিনিধি কল্যাণ পরিষদ " এর নতুন কমিটির আত্ত্বপ্রকাশ।

আজ ৭ই ডিসেম্বর রোজ সোমবার তিতাস গ্যাস এর ভিআইপি জোন হিসেবে পরিচিত জোন ৮ও৯ মেট্রো০৪ এর কার্যালয় কুড়িল প্রগতি স্মরণীয় জাকির কমপ্লেক্স এর ৯ম তলায়  অনুষ্ঠিত হলো "তিতাস গ্যাস ঠিকাদার ও প্রতিনিধি কল্যাণ পরিষদ "এর  নতুন কমিটির আত্ত্বপ্রকাশকাল। নামীদামী অনেক ঠিকাদার ও প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল ছিল খুবই উৎসব মুখর। আলোচনা সভায় বক্তারা তাদের নিজ নিজ মতামত পেশ করার পাশাপাশি সরকার ও তিতাস কর্তৃপক্ষকে দ্রুত সকল প্রকার গ্যাস সংযোগ চালু করণ করার দাবী উত্থাপতি হয়ে। বক্তারা আরো বলেন,দেশীয় খনিজ প্রতিষ্ঠান তিতাস গ্যাসকে বাঁচাতে ও সকল দূর্নীতির বিরুদ্ধে সকলকে ঐক্য বদ্ধ আন্দোলন ছাড়া অন্য কোন উপায় নাই। গ্যাস সংযোগ দীর্ঘদিন যাবত বন্ধ থাকায় খুবই মানবেতর জীবনযাপন করছেন তিতাসের সন্মানিত সকল ঠিকাদার মালিক ও প্রতিনিধিগণ। তাই দেশের স্বার্থে জনগণের সেবায় তিতাস গ্যাস চালুকরণ অবীব জরুরি। সকলের মধ্যে বিশেষ করে জনাব কবির মেম্বার, জনাব সালাম ভাই ও মিজানুর রহমান হাসান ভাইয়ের বলিষ্ঠ ভূমিকায় অনুষ্ঠানটি হয়ে ওঠে আরো জমজমাট ও মজবুত। আগামীর দেশ গড়ায় সকলকে ঐক্য বদ্ধ হয়ে দূর্নীতিমুক্ত সমাজ ও জীবন এবং সঠিকভাবে সংগঠনের উত্তরোত্তর সেবা ও সাফল্য কামনা করে বিশেষ শপথ বাক্য পাঠ করা হয়। আমি সংগঠনসহ সংগঠনের সকলের উত্তরোত্তর সাফল্য ও সম্বৃদ্ধি কামনা করছি। ধন্যবাদ সকল নেতৃবৃন্দগণকে।

আরও পড়ুন

×