প্রকাশিত: 24/12/2020
রাজধানীর শাহাবাগে প্রাইভেটকারের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক নারী (৪০) নিহত হয়েছেন। আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানাযায়, দুর্ঘটনায় আহত অবস্থায় পথচারীরা ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি জানান, বুধবার ভোরে সরকারী কর্মচারি হাসপাতালের সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি প্রাইভেটকার ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।