সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা তদন্তের নির্দেশ

প্রকাশিত: 31/12/2020

নিজস্ব প্রতিবেদন :

সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা তদন্তের নির্দেশ

রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ নকশাবহির্ভূত দোকান বরাদ্দে ৩৪ কোটি ৮৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে করা মামলার আবেদনটি গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম আগামী ৩১ জানুয়ারির মধ্যে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। 

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন ফুলবাড়িয়া সুপারমার্কেট-২ এর সভাপতি দেলোয়ার হোসেন দুলু।

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর থেকে ফুলবাড়িয়া সুপারমার্কেট-২ এ নকশাবর্হিভূত দোকান অপসারণে উচ্ছেদ অভিযান শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। ওই মার্কেটে ৯১১টি নকশাবহির্ভূত দোকান রয়েছে। ইতিমধ্যে দুই-তৃতীয়াংশ উচ্ছেদ কাজ সম্পন্ন হয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, ওই মার্কেটের আন্ডারগাউন্ডে থাকা ৫৩৪টি দোকান বৈধ। যা কিনা ১৯৯৭ সালে বরাদ্দ দিয়েছেন প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফ। 

আরও পড়ুন

×