প্রকাশিত: 27/10/2019
নিজেদের অজানা ব্যবসা সহজ করায় পিছিয়ে বাংলাদেশ
নিজেদের অজ্ঞতার কারণে ব্যবসা সহজ করার সূচকে বাংলাদেশে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, ‘ডুয়িং বিজনেসে আমরা অনেক কাজ করেছি, অনেক রিফর্ম করছি। কিন্তু কিভাবে বিশ্বব্যাংক স্কোর নির্ধারণ করে এবং কিভাবে র্যাংকিং করে এই জিনিসটা আমরা ভালোভাবে জানি না, বুঝি না এমনকি ধারানো ও নাই । ফলে আমরা রিফর্ম করলেও ভালো ফলাফল পাই না। ফলে সূচকগুলোতে পেছনে রয়েছি। এর জন্য রাজউক ও ভূমি মন্ত্রণালয়ের সমালোচনাও করেন তিনি। রেজিস্ট্রেশন না থাকায় আইটি খাতের ফ্রিল্যান্সাররা সমাজে যোগ্য মর্যাদা পাচ্ছেন না বলেও জানান তিনি।