পেঁয়াজ এখন হালিতে, এক হালি পেঁয়াজ ৪০ টাকা ।

প্রকাশিত: 07/11/2019

নিজস্ব প্রতিবেদন

পেঁয়াজ এখন হালিতে, এক হালি পেঁয়াজ ৪০ টাকা ।

পেঁয়াজ এখন হালিতে, এক হালি পেঁয়াজ ৪০ টাকা । 

ফেনীর সোনাগাজীতে এবার ৪০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ।আর এখন একটি ডিমের চেয়েও বেশি দামে একটি পেঁয়াজ বিক্রি হচ্ছে। উপজেলার বিভিন্ন দোকানে এক হালি ডিম বিক্রি হচ্ছে ৩২ টাকায়।আর এক হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকায় ।

খোঁজ নিয়ে জানা গেছে, পৌর শহরের বিভিন্ন দোকানে ব্যবসায়ীরা প্রতি কেজি পেঁয়াজ ১২০  থেকে  ১৩০ টাকায় বিক্রি করছেন। কিছু ব্যবসায়ী আবার ১৩৫ থেকে  ১৪০ টাকায় বিক্রি করছেন বলে অভিযোগ রয়েছে। তবে গ্রামের বাজারগুলোতে নিম্ম আয়ের মানুষগুলো ৪০ টাকা হালিতে কিনছেন পেঁয়াজ। সেখানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ থেকে  ১৬০ টাকায়। তবে এ অভিযোগ অস্বীকার করছেন ব্যবসায়ীরা।

এদিকে ব্যবসায়ীরা বলছেন, ফেনীর পাইকারি বাজারের বিক্রেতাদের কাছ থেকে তাঁরা বাধ্য হয়ে বেশি দামে পেঁয়াজ কিনে আনছেন। পরিবহন ও শ্রমিকের মজুরিসহ প্রতি কেজি পেঁয়াজের দাম প্রায় ১১৫ থেকে  ১১৮ টাকাও বেশি পড়ে যায়। কোনো কোনো দিন পাইকারি বাজার থেকেও ১২০ টাকায় কিনতে হচ্ছে।
এমনকি দাম বেশি হওয়ায় ক্রেতাদের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কায় অনেক ব্যবসায়ী আপতত পেঁয়াজ বিক্রি বন্ধ করে দিয়েছেন।

ক্রেতার কাছ থেকে জানা যায়,  পেঁয়াজের দাম বেশি হওয়ায় গতকাল সকালে  উপজেলার জমদার বাজার থেকে ৪০ টাকা দিয়ে ৪টি পেঁয়াজ  কিনেছেন। তিনি বলেন, গত রোববার এক কেজি আলু কিনেছেন ১৮ টাকায় আর সে আলু গতকাল কিনেছেন ২৫ টাকা দিয়ে। ১০ টাকার ধনিয়া পাতা কিনেছেন ২০ টাকায়

আরও পড়ুন

×