প্রকাশিত: 05/10/2019
গ্রামে লাক্ষ তরুণ-তরুণী রা কাজ খুজছেন।সপ্তাহে একদিন মুজরির ও কাজ পাচ্ছে না তারা । কাজ না পাওয়ার জন্য বেকার ভাবে ঘুরছেন তারা ।
গ্রাম এলাকায় প্রায় ১৫ লাখ ৪৫ হাজার ৯৩ জন তুরণ ও তরুণী বেকার বসে আছেন। এবং কোনো ভাবে কাজের মধ্যে নেই ৬২ লাখ ১৫ হাজার মানুষ। গ্রামে কত মানুষ আছেন যারা কত রকম কাজ করে থাকেন । আর এমন কাজের সুযোগ পেয়েছে। ৪ কোটি ৭০ লাখ মানুষ। কেউ বা খেত খামার , মিল কারখানা , কেউ ছোট খাটো কাজ । আর মুজরি ছাড়াও গর সামলানোর কাজে আছে ২ কোটি ৮ লাখ মানুষ। গ্রামের শিক্ষার্থী সংখ্যা প্রায় ৩ কোটি । পোড়া শোনা প্রশিক্ষণ ছাড়া মানুষ আছে ৬২ লাখ। আর দেশে বেকারের সংখ্যা ২৭ লাখ প্রায় । ৬৬ লাখ মানুষ ইচ্ছে মতো কাজ পাচ্ছেন না । গ্রামে বেশি কাজ হয় কৃষি খাতে । এখান থেকে ৩০ শতাংশ কাজের সুযোগ আসে। গ্রামের কৃষক -খামিরের ধান,চাল , শাক- সবজি ,হাঁস ,মুরগি,ডিম সহ বিভিন্ন পন্য উৎপাদন করেন ।কিন্তু এটা বাজারে বিক্রি করা খুব কঠিন যেমন । হাট বাজারে নিয়ার ব্যবস্হা কম। আবার এর মধ্যে ফরিয়ারা ঢুকে পরেন ।অধিক অংশ মানূষ ধান ,চাল কৃষি পন্য বিক্রি করে থাকেন।