প্রকাশিত: 05/10/2019
রাজধানীর পাইকারি আড়তে পিয়াজের দাম কমলেও দাম কমেনি খুচরা বাজারে । ভারত থেকে রপ্তানি বন্ধ হবার পর পিয়াজের দাম বেড়েছিলো ।
গত মঙ্গল ও বুধবার পুরান ঢাকার শ্যাম বাজারে পেয়াজের দাম ছিলো ২৫-৩০ টাকা কম এবং দেশি পেয়াজ ছিলো ৭০-৭৫ টাকা,ভারতীয় পেয়াজ ছিলো ৬৫-৭০ টাকা । পিয়াজের কেজি ইতিমধ্যে ৬০-৭০ টাকায় চলে আসবে । রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে পিয়াজের কেজি এখনো ১০০ টাকা বেশি বিক্রি হচ্ছে। গত ২ দিন আগেও বিক্রি হয়েছে ১২০-১২৫ টাকা । আর এখন বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকা । আমরা আশা করবো পিয়াজের মূল্য খুব শিগরয় কমবে। পেয়াজের আমদানি খুব তারাতারি আমদানির ফলে অধিক পেয়াজ নষ্ট । এরই মধ্যে , চড়া দামে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের শাক-সবজি। দুই একটা ছাড়া সব সবজী ৫০ টাকার ওপরে । কয়েক দিন ধরে বৃষ্টি আবার বন্যা ও দেখা দিয়েছে যার ফলে সবজীর দাম বেড়ে গেছে।