প্রকাশিত: 17/10/2019
শত শত টন পেঁয়াজ আসছে সীমান্ত দিয়ে ।
পেঁয়াজের বাজার স্বাভাবিক করতে না করতেই আবার আনা হচ্ছে শত শত টন পেঁয়াজ । দুদিন বন্ধ থাকার পর মিয়ানমার থেকে বুধবার আট ব্যবসায়ী তিন ট্রলার ভর্তি ৯ হাজার বস্তা পেঁয়াজ এনেছে । যেগুলোর ওজন প্রায় ৩৭০ টন হবে । আগামী ১ সপ্তাহে টেকনাফ স্থল বন্দর দিয়ে আরও প্রায় এক হাজার টন আমদানি হয়েছে।যারা এই দুই দিনের জন্য পেঁয়াজ বাজার অস্থির করেছে । যারা ৪২ টাকা কেজির পেয়াজ ৭০ টাকা বিক্রি করেছে। এবং এমন দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। যারা এর সাথে জড়িত তাদের আইনের আওতায় আনার জন্য সিদ্ধান্ত দিয়েছেন ।
আরও জানা যায় ,খাতুনগঞ্জে পেঁয়াজের দাম নিয়ে যারা ফের কারসাজি করার চেষ্টা করছে, তাদের আমরা চিহ্নিত করছি নতুন করে। এরই মধ্যে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছি। ৪২ টাকায় কেনা মিয়ানমারের পেঁয়াজ মেসার্স আজমির ভাণ্ডার ৭০ টাকা ও শাহ আমানত ট্রেডার্সের ৬৫ টাকা করে বিক্রি করার প্রমাণ হাতেনাতে পেয়েছি। কয়েকজনকে আমরা সতর্ক করে এসেছি। শিগগির আরও সাঁড়াশি অভিযান চালাব পাইকারি ও খুচরা উভয় মোকামে।'
খাতুনগঞ্জে পেঁয়াজের দাম নিয়ে যারা ফের কারসাজি করার চেষ্টা করছে, তাদের আমরা চিহ্নিত করছি নতুন করে। এরই মধ্যে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছি। ৪২ টাকায় কেনা মিয়ানমারের পেঁয়াজ মেসার্স আজমির ভাণ্ডার ৭০ টাকা ও শাহ আমানত ট্রেডার্সের ৬৫ টাকা করে বিক্রি করার প্রমাণ হাতেনাতে পেয়েছি। কয়েকজনকে আমরা সতর্ক করে এসেছি। শিগগির আরও সাঁড়াশি অভিযান চালাব পাইকারি ও খুচরা উভয় মোকামে।'