করাঘাত

করাঘাত

করাঘাত

মিজানুর রহমান মিজান

তারা ভরা কত রাত

পথ আগলে নানান অজুহাত।।

না শুনে কি মিটে স্বাদ

পথ ভুলে উল্টো সাধ

হবারতো নয় মনোরথ, মুনাজাত।।

বড্ড অচেনা লাগে চেনা মুখখানি

ভাবি না তারে যতই বলি হয় শিরমনি

ছিলাম নাতো আত্মহারা তুলে দু’হাত।।

পাই যতটা হারাই ততটা

রোদ যেমন কড়া মিটা

দেখি শুধু মেলে আঁখি যখন প্রভাত।।

সব পিছনে থাকে সামনে দাড়াই

কাছে টানে তার আহবানে বাজায় সানাই

দেখা মেলে সুযোগ পেলে যদি করে করাঘাত।

আরও পড়ুন

×