নিত্যানন্দ নাম

নিত্যানন্দ নাম

নিত্যানন্দ নাম

মিজানুর রহমান মিজান

স্রস্টার সৃষ্টির শ্রেষ্ট হলাম

এ ধরায় এসে কি করলাম।।

স্বার্থের ধান্ধায় সারা জীবনময়

হিংসায় জ্বলে হৃদয় সদা মগ্ন রয়

অথচ তা পরিহার ছিল মনষ্কাম।।

নিরাকার স্রষ্টা আছেন বসে নিরলে

সকল হিসাব নিকাশ রাখেন কৌশলে

দেখালে হিসাব নাহি জবাব বৃথা জীবন ধরাধাম।।

রসে রঙ্গে প্রলোভনের সঙ্গে করে মিতালী

রুচি খাই খাই প্রেম না বিলাই শুধু দলাদলি

রসে ভরপুর আনন্দে বিভোর ভুলে দয়াল নাম।।

মন চোর মধু বিভোর লক্ষ্যহীনতায়

প্রেম বিলাতে আনন্দের সাথে ধরা ভাসায়

আলস্যের ভারে ঘুমের ঘোরে বৃথা সকল কাম।।

হল না ধরা পড়ল যেন খরা ভাগ্যে

পেয়েছে তারা সচেতন যারা ভরপুর যোগ্যে

উৎসব অঙ্গন মুখরিত সর্বজন নিত্যানন্দ নাম।।

আরও পড়ুন

×