মানবিক খোকা

প্রকাশিত: 24/04/2021

*********বেবী বড়ুয়া

মানবিক খোকা

  মানবিক খোকা

*********বেবী বড়ুয়া
       তাং ২৪/০৪/২০২১

টুংগি পাড়ার খোকা হাঁটছে রাস্তার ধারে
কনকনে  শীতে কাতর তখন সবাই
হঠাৎ খোকার দৃষ্টি কোণে
কাঁপছে শীতে হারাধনে। 

খোকা বলে কিরে বোকা,তোর চাদর খানা কই
হারাধনে  ভাবে শুধু কেমনে তারে কই
খোকা এবার নিজের গায়ের চাদর খানা
জড়িয়ে দিলো তার গায়ে,

ওরা বলে একি করলে, খোকা
তোমার তো লেগে যাবে ঠান্ডা
খোকা হেসে বলে, তোরা বড্ড বোকা
পাশেই আমার বাড়ী,চলে যাবো তাড়াতাড়ি 
ভাবিসনে তোরা আমায় নিয়ে
অনেক রাত হলো এবার যা বাড়ী।

ভোর বেলাতে হাঁটছে খোকা,
গ্রামের মেঠো পথে, 
পড়লো চোখে এক বৃদ্ধ যাচ্ছে হেঁটে
মুখখানি তার ভীষণ ভারি।

এগিয়ে এসে বল্লো খোকা
 কি গো চাচা,মুখটি কেন ভারি
তোমার আবার কি হলো,
অসুক বিসুখ নয়তো।

চাচা বলে পেটটি খালী ভীষণ খুদা
ঘরের মোটকা পুরো খালী, 
নেই চাল, নেই বাজার, খুদার জ্বালা
সইতে নাহি পারি,ভাবছি কি যে করি।

খোকা হেসে বলে ও, তাই বলো,
মনটা কেন  খারাপ তোমার
আছি তো এখনো বেচেঁ
একটুখানি বসো এথানে
আসছি সন্ধিক্ষণে।

এবার খোকা এসে বলে
এই নাও এখানে  চাল,আলু,ডাল আছে
রান্না করে খাও
বাবা জানলে ভীষণ রেগে যাবে
যাও তাড়াতাড়ি, ভেবোনা তোমরা
আমি আছি সবার পাশে।

বাবা বল্লো এই যে খোকা, কি হচ্ছে এসব
চলবে কি এমন করে, 
যাবে দিন শুধুু, মানব সেবা করে,
লেখাপড়া নেই তোমার
যতো জ্বালা সব হলো আমার।

ভেবোনা বাবা তোমার খোকা
হবে একদিন এদেশের সেরা
সারা বিশ্বে রাখিবে তোমান মান
চাই শুধু বাবা মায়ের দোয়া
দেখো তুমি একদিন এই খোকা 
হবেই হবে বিশ্বের সেরা।

আরও পড়ুন

×