সৈনিকের ছুটি

প্রকাশিত: 24/11/2020

ইসলাম

সৈনিকের ছুটি

মাস মাস চাকুরী করি

আশায় বেঁধে বুক,

ছুটি যেয়ে দেখব কবে

প্রিয় জনের মুখ।

 

রুচি থাকেনা, ঘুম আসেনা

ছুটি যাওয়ার আগে,

এ-করব সে-করব

কত স্বপ্ন জাগে।

 

ছুটির সিসি হাতে পেলে

কিসের ঝড়ের রাত,

বাড়ি যাওয়ার জন্য যেন

হয়ে যায় উম্মাদ।

 

অবশেষে কোন একদিন

ছুটিতে যায় বাড়ি,

মনের আশা মনে থাকে

করিতে না পারি।

 

যে টুক সময় বাড়ি থাকি

ফুর্তি লাগে বেশ,

হিসাব করে দেখি এদিক

ছুটি আমার শেষ।

 

বাড়ি ছেড়ে আসতে আমার

নয়ন ভেজে জলে,

সকল মায়া ছিন্ন করে

আসি কর্ম স্থলে।

আরও পড়ুন

×