প্রকাশিত: 28/10/2020
যদি হয়
মিজানুর রহমান মিজান
বন্ধু দয়াময়, যদি হয়, আমার কিসের ভয়।
লোভ ছেড়ে,হিংসা ঝেড়ে আছি বিশ্বাসে
সঁপে মন, দিলাম যখন প্রতি নি:ম্বাসে
সদা অমলিন, অক্ষয়।।
এক আত্মা, আছে যেথা, সোজা রাস্তা
নহে ভুল, নহে মাশুল, অযথা চিন্তা
ভাবলেশ মগ্নময়।।
আসতে যেতে, পরের হাতে করি পরিধান
কেন বড়াই, ছোট চড়াই অহংকার ধ্যান
চোখ বুজে অন্ধকারময়।।
উজান ছাড়, বৈঠা ধর হাতে হাল
হৈচৈ বলে, সারি তোলে উড়াও পাল
সুর ধরে তাল লয়।।