হলদে খাম

প্রকাশিত: 27/03/2020

তানজিদ শুভ্র

হলদে খাম

হলদে খাম

তানজিদ শুভ্র

 

স্বেচ্ছা সঙ্গ নিরোধে আমি

পাশে নেই তুমি,

নেই তুমি দৃষ্টি অন্তে। 

দেখা নেই তোমার আমার,

হিসেব করলে দুমাস হয়;

শান্ত মনে ঘুড়ে বেড়ানো তোমার

আমার নিস্তব্ধ হৃদয়ে অনুভূত হয়। 

ঘুড়ে ফিরে বাড়ি এলে তুমি,

দেখা দিলে না আমার সনে।

হয়ত শীঘ্রই হারিয়ে যাব-

দূর আকাশের ধ্রুবতারা হয়ে। 

তারকারাজির ভীড়ে

নিস্তব্ধ তাকিয়ে রবে তুমি,

না পেয়ে আমায় ভাববে মনে মনে

কতখানি এড়িয়ে গেছ প্রতি ক্ষণে! 

সেদিনও পাবে না তুমি,

হলদে খামে লেখা চিঠিগুলি।    

আরও পড়ুন

×