কাছে পেতে তারে

প্রকাশিত: 28/11/2019

মিজানুর রহমান মিজান

কাছে পেতে তারে

কাছে পেতে তারে

মিজানুর রহমান মিজান

 

বড় ইচেছ করে কাছে পেতে তারে

দগ্ধতা বাড়ায় কড়া রোদ ভাবি যারে

সে কি ভাবে ফুলের ডালি নিয়ে।।

অপেক্ষায় যার থাকি সময় অসময়

দরজায় নড়ে কড়া শব্দ শুনি লাগে ভয়

চেতনা হারিয়ে ফেলি যাই ঝিমিয়ে।।

অবুজ শিশুর কান্না শুনে ফিরে তাকাই

সকল মুখ একত্র করে চলে হাওয়ার মিটাই

গাল ভিজে অশ্রু নামে কুন্ডলী পাকিয়ে।।

থামে খেলা বাড়ে বেলা আমি থামি

কাটা থাকে অনেক সময় ফুল ঝরিলেও ভূস্বামী

বড় পিচিছল মনে হয় সাবধানে থাকি দাড়িয়ে।।

তবে কার প্রলোভনে এত হলাম নি:সঙ্গ

জোছনা রাতের প্রতিটি প্রহর শোভে না অঙ্গ

চেনা মুখ চেনা সুর লাগে অচেনা দাড়াই চমকিয়ে।।

আরও পড়ুন

×