গেল বেলা

প্রকাশিত: 14/12/2019

মিজানুর রহমান মিজান

গেল বেলা

গেল বেলা

মিজানুর রহমান মিজান

 

সন্ধ্যা হল গেল বেলা

সঙ্গের সাথি নাই একেলা

বসে করি ভাবনা নিরালা।।

এ ভবের বসতি ছাড়ি

যাবো অতি তাড়াতাড়ি

সুখ চাওয়া হবে বিফলা।।

হাতে নাই শক্তি এখন

চোখের জ্যোতি কমল যখন

কচুপাতার পানির মতো যৌবন ছিল চঞ্চলা।।

আগের মত হাঁটতে পারি না

কথা বলতে চিৎকার আসে না

ঔষধ এখন নিত্য পথ্য সহে না জ্বালা।।

করতেছি দিন রাত নিয়ে ভাবনা

দিতে পারলে লাভ হত দোনা

নাই কানাকড়ি দুই নয়নের জল সম্ভলা।

আরও পড়ুন

×