অহংকার পতনের মুল 

প্রকাশিত: 27/09/2020

মিজানুর রহমান মিজান 

অহংকার পতনের মুল 

অহংকার পতনের মুল 

মিজানুর রহমান মিজান 

বুঝে না বুঝে নারে ভাই কথার মর্মার্থ 

বুঝে বুঝে বুঝেরে ভাই সে-ই যথার্থ।। 

বুঝে নাতো গাধা, খায় পানি মিশিয়ে কাদা 

রসবিহীন যেমন আদা, ফল অনর্থ। 

যৌবনে বাহাদুর, রুপের ঝলক সুর 

শক্তি কিছুদুর, ক্ষমতা অচিনপুর 

সময়ান্তে নেই কোন অর্থ।। 

জোয়ার এল, ভাটা হল 

ক্ষমতার দাপট গেল, কদ‌র্যতা র’ল 

অবশেষ ফলাফল নেই সতীর্থ।। 

অহংকার পতনের মুল 

ভেবে দেখ নহে ভুল 

ঝরে পড়ে বাসি ফুল 

বিষন্নতায় করে কান্না মর্ত্য। 

আরও পড়ুন

×