আছে বিমুখতায়

প্রকাশিত: 26/12/2019

মিজানুর রহমান মিজান

আছে বিমুখতায়

আছে বিমুখতায়

মিজানুর রহমান মিজান

রং বদলায়, বন্ধে অসুরে গান গায়

কত রঙ্গের বেশ ধরে ক্ষণিকের জীবন সাজায়।।

কত রঙ্গিন স্বপ্ন নেশায়, জ্বলে শুধু অকুল জ্বালায়

সাপ লুডুতে খেলা খেলায়, ব্যস্ত সুযোগের আশায়।।

ভীতু প্রাণে ক্ষুধার্তের আয়েশ, বিবেকের দোর বন্ধ সমাবেশ

বিষাদ গোপন কান্না আবেশ, পায়রা খোজে চাতক বাসনায়।।

বিশ্বাসী আলো নাহি জ্বালে, দৃষ্টি সম্মুখে আঁধার জ্বলে

লাভের নেশায় শুধু খেলে, শ্রমে-ঘামে নহে আছে বিমুখতায়।।

চালায় জীবন তরী, উজান-ভাটি মুখোশধারী

কম বেতনে করে চাকুরী, হয় সে বিশাল ঘুষের টাকায়।।।

আরও পড়ুন

×