প্রকাশিত: 18/06/2020
ফুল বনে
মিজানুর রহমান মিজান
ফুল বনে, আসে জনে
নানান রঙ্গে।।
কেউবা আসে, নিতে শুষে
মৌবনে মধু ভাঙ্গে।।
কার আসা, ফুলের ভরসা
সান্নিধ্য অঙ্গে।।
মধু পানে, উল্লাসিত প্রাণে
যাবে মেলা ভঙ্গে।।
পিপাসিত প্রাণ, শীতল সুঘ্রাণ
সুশোভিত ঢঙ্গে।।
মিলন মেলায়, প্রাণের চেতনায়
একে অন্যের সঙ্গে।।
কত কোলাকোলি, মধুর খেলায় অলি
বিভোর বিপুলতা মাঙ্গে।।