লোভ বিলাসী 

প্রকাশিত: 26/10/2020

মিজানুর রহমান মিজান 

লোভ বিলাসী 

লোভ বিলাসী 

মিজানুর রহমান মিজান 

মন প্রাণ ঢেলে দিয়ে 

কাটে দিবানিশি, 

দয়াল তোমায় ভালবাসি।। 

খেয়ে পরে জীবন কাটাই 

শক্তি সামর্থ সবই জোগাই 

কোন নেয়ামত বলে যাই 

অফুরন্ত ভান্ডার রাশি রাশি।। 

ক্ষমতাহীন যোগাব যে মন 

নি:স্বতায় ভরা মোর ভুবন 

কখন জানি আসে সমন 

অন্ত:করণ ব্যথিত ও দোষী।। 

শুধু পেলেই আসে তৃপ্ততা 

মন হরষে যায় যে ব্যথা 

অঢেল পেয়েও হয় না পূর্ণতা 

তব মত্ত লোভ বিলাসী।। 

চাহি শুধু পথ পানে 

যদি নাও নিজ গুণে 

নতুবা সেল বিঁধবে পরানে 

ব্যথার ভারে লাগবে গলে ফাঁসি।। 

আরও পড়ুন

×