প্রকাশিত: 20/02/2020
তত্তোদ্বয়
মিজানুর রহমান মিজান
আমি জানতে এসেছিলাম
যে পুষ্প ফল দানে বিফল সুফলা জগতে
ব্যথার বিষে স্তব্ধ হয়ে সেকি
নি:শব্দে অকালে ঝরে যেতে চায়?
বিমর্ষে ¤¬ান হয়ে নিজেকে অবরেণ্য
কোনদিন ভেবেছে কি সে?
আমি জানতে এসেছিলাম
চেয়ে দেখো পৃথিবীতে
আত্মোৎ-স্বর্গের আত্ম-তৃপ্তি দানে
জীবনের ঔদাস্য মুক্তি ।
কিন্তু তখন তুমি দুরে
আমার কথার সীমানা ছেড়ে চলে গেছো
তোমার যাবার সাথে
প্রকাশের ভাষা পেলাম না ।
তুমি চলে গেলে
স্মৃতিটুকু রয়ে গেল অতৃপ্ত বাসনা হয়ে
কথাগুলো থেকে গেল
অলিখিত সংলাপ ।
অযথা কোলাহলে
সত্যকে জানবার
হৃদয়কে জানবার
সময় পেলাম না।