অধমা

প্রকাশিত: 14/07/2020

মিজানুর রহমান মিজান

অধমা

অধমা

মিজানুর রহমান মিজান

 

অপরাধের অপরাধী

কর না যদি

বিনাশর্তে ক্ষমা

জেনে চিরদাসী অধমা।।

সাধ্য নাই একঠাঁই

কেমনে মন যোগাই

অহর্নিশি লক্ষ্য কিন্তু চরণ চুমা।।

দয়াল নামে আছ প্রকাশ

বলার নাই অবকাশ

অগণিত নিয়ামত দাতা যেমন বৃষ্টি ঝুম ঝুমা।।

খেয়ে পরে চলি ফিরি

জীবন লাঠিম ঘুরি

অবসান জীবন হারিয়ে সর্বোত্তমা।।

রাখি শুধু পাবার আশা

দেবার বেলায় উদাসী বেদিশা

নতজানু ভালবাসা পেতে অসীমা।।

আরও পড়ুন

×