প্রকাশিত: 08/12/2019
তবুও ফুটাবো আগে
মিজানুর রহমান মিজান
দেখে তারে বড় সাধ লাগে
পূর্ণিমার চাঁদ যেন আকাশে জাগে।।
করে ভুল কাছে টানে
যেন কোন কিছু নাহি জানে
একা বড় ভয় জাগে মনে
একরাশ উল্লাস নির্জনতার বাগে।।
বুকে উঠে কাঁপুনির ধুক ধুক
মিছে মায়ায় পড়ে যেন ডাকে ডাহুক
ক্রোধ বাড়ে, বাড়ে কাম তাই থাকুক
ঘাম ঝরা সঙ্গি হয় নিষুতির রাগে।।