অনুভুতি

অনুভুতি

অনুভুতি

মিজানুর রহমান মিজান:-


এক বুক উচছ্বসিত করুনাশ্রু,স্বপ্নিল আবেগ
ম্রিয়মান স্মৃতি
হতাশার কালোমেঘ চেতনার আকাশে
বৃষ্টির চোখে কুয়াশার কান্না
আমি এক তৃষিত যুবক
ক্ষুধার রাজ্য দেখি সুকান্তের মত।
জীবম্মৃত অনুভুতি একান্ত আপন আমার
নিরক্ত হলুদ পলাশের রং
রক্তে আমার উদ্ভ্রান্ত যৌবন
বিক্ষিপ্ত স্মৃতির স্থবির মনুমেন্ট।
রুপের ঝংকার বেজে উঠে বৈরী স্বভাবে
গতি পেতে চায় স্থবির মনুমেন্ট।

লেখক মিজানুর রহমান মিজান সাবেক সভাপতি বিশ্বনাথ প্রেসক্লাব ,সিলেট।

আরও পড়ুন

×