পেরেশান

প্রকাশিত: 30/01/2020

মিজানুর রহমান মিজান

পেরেশান

পেরেশান

মিজানুর রহমান মিজান

 

মন ভেবে দেখনা এখন

রঙ্গের বাজারে এলে যখন

ক্ষণিক পরে ভাঙ্গবে হাট হবে অবসান।।

হেসে খেলে করলে সদায়

ব্যাগ ভরলে লেনাদেনায়

বহন বেলায় কষ্ট বাড়ে যায় সম্মান।।

স্ত্রী-পুত্র ধন আপন ভাবিয়া

বোকার মতন না বুঝিয়া

দেখনা চক্ষু মুদিয়া ভয়ার্ত প্রাণ।।

কত সুন্দর দোকান খোলে

আনন্দেতে মাল বিকাইলে

অবশেষে হিসাব মিলালে হল শুধু লোকসান।।

মায়াজালে বন্দি হইয়া

সকল ক্ষেত্রে ধোঁকা দিয়া

লাভেমুলে সব হারাইয়া সঙ্গি পেরেশান।।

আরও পড়ুন

×