সত্য আজ বহুদূর

প্রকাশিত: 03/08/2020

রাফিজ হাছান রাব্বি 

সত্য আজ বহুদূর

সত্য আজ বহুদূর

রাফিজ হাছান রাব্বি 

 

আজ আমি মুক্ত

বন্দীশালার কথাগুলো ছিল অব্যক্ত,

কেন গিয়েছিলাম বন্দীশালায়

জানতে চাও?

তবে বলি, মনদিয়ে শোন

করেছিলাম অন্যায়ের প্রতিবাদ,

তাইতো বন্দীশালায় যেতে হল

খেতে হল বেত্রাঘাত।

ওরা নেতা, আমরা সাধারণ মানুষ

ওদের অন্যায়ের বিরুদ্ধে যদি কথা বলি

রাগে করে ফোস ফোস।

অন্যায়ের প্রতিবাদ করা সেটাই ছিল

বড় দোষ।

সমাজে হয় যত অন্যায়-অপরাধ

বলতে পার এসবের পিছনে

আছে কাদের হাত?

জানি, সবাই জান

অপরাধীকেও চিন

কিন্তু সত্য বলার সাহস নাই,

সৎসাহস হারিয়ে ফেলেছ

ভিতরে মানবতাবোধটুকুও নাই।

মানব সমাজে আজ মানুষ নাই

আছে শুধু শেয়াল-কুকুর,

চারিদিকে অন্যায়, অবিচার

সত্য আজ বহুদূর...

আরও পড়ুন

×