প্রকাশিত: 12/12/2019
ফাঁকি
মিজানুর রহমান মিজান
সদা ছটফট করে পাখি
উডু মন কেমনে ধরে রাখি।
আসা যাওয়ায় পরিপাটি খাঁচা
হৃদস্পন্দনে ভালবাসায় বাঁচা
গেলে পাখি শুন্য খাঁচা মিছে ডাকাডাকি।।
অবহেলা অনাদরে জং ধরে বেশি
মিছে স্বপ্ন মিছে আশা বিফলে বাসি
থাকা খাওয়ার নাই ভাবনা নাই চোখাচোখি।।
চোখের জলে একাকার যেন বানবাসি
স্বজন হয়ে যেদিন দিবে গলে রশি
আঁধার সঙ্গি নিত্য, সবই মিথ্যে ফাঁকি।।