প্রকাশিত: 10/11/2020
নিভাবো কোন জলে
মিজানুর রহমান মিজান
ভাল কাজ করলেও তার জ্বলে
সই গো তার আগুন নিভাবো কোন জলে।।
আপনা মোড়ল ভাবে গায়ের জোরে
বিড়ালের ভাগ্য গুণে শিকা ছিড়ে
পাইয়া পরের ধন কি হইনু ভাবিলে।।
এক মাঘে যায় না শীত
পরহিংসায় গায় যে গীত
উজান বেলা ভাটির সুর মানবে না পাগলে।।
কয়লার ময়লা যায় না ধুইলে
উচু গাছ যতই হোক মাথা নুয়ালে
তার রীতি স্বভাব সিদ্ধ মান্য কালে।।
পানির ধর্ম গড়িয়ে চলা নীচে
সূর্য কি উটে ভোরবিহীন ধাঁচে
কাক চিনে সবে কা কা সুরে ডাকলে।।