প্রকাশিত: 09/12/2019
বাবা স্মরণে
মিজানুর রহমান মিজান
বাবা আমার মহাগুরু
বলেছিলেন কর শুরু
সততার নাও বাইও
সবুরের পাল তুলিও।
যার উছিলায় ধরায় আসা
আত্বীয় স্বজন পথের দিশা
পেলাম সুখ দু:খের ভরসা
আল্লাহ নবীর নাম লইও।
বাবা গেলেন চলে
দু’ হাজার চার সালে
ক্যান্সার রোগ অকালে
ভাল মন্দ বিচার করিও।
গাইলেন ভাবের গান
আল্লাহ নবীর শান
জীবনে ছিল তিনির ধ্যান
ভাবের ভাবুক হইও।
যাব একদিন সবাই চলে
নদীর জল শুকাইলে
রেহাই নাই কোন কলে
হাত তোলে দোয়া করিও।