নাই বেলা

প্রকাশিত: 24/07/2020

মিজানুর রহমান মিজান

নাই বেলা

নাই বেলা

মিজানুর রহমান মিজান

 

এ ভবের যত খেলা, সাঙ্গ হবে নাই বেলা

ভাবনা করে দেখনা।।

গাছপালা বৃক্ষলতা, জীবজন্তু আছে যতাত্মা

সবার অবসান যেথা, করছ কি ভাবনা।।

দিনে দিনে হচেছ ক্ষয়, এ যে জগতের লয়

রোধে কার শক্তি হয়, কেহ নাই অনন্যা।

গাড়ি ঘোড়া যত, একদিন সময় মত

ভেঙ্গে চুরে হতাহত, খুজে কিছু মিলে না।।

শক্তি সামর্থ ক্ষমতা, আদর স্নেহ মমতা

সবই টুটে একদিন হেথা, করলে পাই ভাবনা।।

দেখায় যারা গায়ের জোর, তারও একদিন উঠে সুর

তাল লয়ে বাজে বেসুর, ঝরায় পানি করে কান্না।।

আরও পড়ুন

×