কাবু করল শীতে

প্রকাশিত: 20/07/2020

মিজানুর রহমান মিজান

কাবু করল শীতে

কাবু করল শীতে

মিজানুর রহমান মিজান

এবার শীতে করল বেশ কাবু
বেশী কাপড় পরলে হওয়া যায় না বাবু।
সন্ধ্যার আগেই ঠক ঠকিয়ে কাঁপায়
শীত ধরে না হাত পায়ের মোজায়।
একটু ও শীতের নাই যে শরম
বৃদ্ধ-যুবা সমান তালে নরম।
কাঁথা গায়ে দিয়ে আড়মোড়া
রাতে বেশী জ্বালায় ফাঁক-ফোঁকর ছাড়া।
প্রচুর সবজি ফলে শীতে
ভাল লাগে খেজুর রসে ভাপা পিঠা খেতে।
শিশুরা গোসল করে না শীতের ভয়ে
বয়স্কদের ভীষণ কষ্ট শীত লাগিলে গায়ে।
জুতা-মোজা-টুপি পরা খুব সহজ
সৌদি আরব অধিক গরম যখন হয় হজ্ব।
সবার সনে মিতালী সমান তালে
ঠান্ডা পানি ছুঁতে চায় না কেউ বেতালে।

 

আরও পড়ুন

×