বাঁকা স্বর্ণচাঁদ

বাঁকা স্বর্ণচাঁদ

বাঁকা স্বর্ণচাঁদ
মিজানুর রহমান মিজান


পাইলাম যত এ ভবে, তবু আশা আরো পাবে
কত পেলে পুরিবে সাধ।।


ভাই বন্ধু পুত্র স্বজন,ভাবলাম সবই আপন
মায়ার জালের বন্ধন, করে দেখি চিন্তা এখন
নেই সম্ভল শূন্য হাত কলংক অপবাদ।।


পথহারা পথিক, ঘুরি দিক বিদিক
কিছুই নহে সঠিক, হয়ে ঘুরলাম বেরসিক
যা করলাম, সব হারালাম দিয়ে বালির বাঁধ।।


যতই পেলাম টাকা কড়ি, সাধ মিটেনা হয় বাড়াবাড়ি
চলি শুধু আড়াআড়ি, আরো পেতে কাড়াকাড়ি
উড়াউড়ি করে মন পেতে আকাশের চাঁদ।।


তখনও ছিলাম যেমন, এখনও রলাম তেমন
আজো খুজি আপন, তবুতো ফিরেনা মন
আসছে সমন সম্মুখপানে বাঁকা স্বর্ণচাঁদ।।

 

আরও পড়ুন

×