মায়াবী ললনা।

প্রকাশিত: 25/10/2019

------- রেজা

মায়াবী ললনা।

মায়াবী ললনা।
************
কি মায়াবী
মুখটি তাহার
জানি না সে
কন্যা কাহার
কি অপরূপ!
রূপের বাহার
ছলাৎ ছলাৎ চলে,
পিঠের প'রে
মুক্ত বেনী
কান্চা সোনা
বরণ খানি
মাথার প'রে
আঁচল টানি
দুষ্ট চোখে
কত কি যে বলে।
আঁলতা পায়ে
বাজে নূপুর
জলকে চলে
তপ্ত দুপুর
জুলফি বেয়ে
টাপুর টুপুর
অঙ্গ ভেজে জলে।
রূপের মেয়ে
রূপ ছড়ালো
ভাবনা গুলো
এলো মেলো
দেখে তারে
মন হারালো
সন্মুখেতে
চরন নাহি চলে।
 

আরও পড়ুন

×